ফের আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক :আজারবাইজানের সঙ্গে তীব্র সংঘাতে ৪৯ আর্মেনিয়ান সেনা নিহত হয়েছেন। এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্য- রয়টার্স।

দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধে বেশ কয়েক ডজন সৈন্য নিহত হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সাথে লড়াইয়ে তাদের ৪৯ জন সৈন্য মারা গেছে। সীমান্ত এলাকায় লড়াই অব্যাহত রয়েছে, তবে মাত্রা কিছুটা কমেছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আজেরি সৈন্যরা আর্মেনিয়ার ভেতরে বিভিন্ন টার্গেটে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

তবে আজারবাইজান এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বরঞ্চ বলছে সীমান্তে তাদের সৈন্যদের ওপর হামলা হয়েছে এবং আজেরি সৈন্যরা শুধু তার জবাব দিচ্ছে।

কিন্তু হঠাৎ করে কেন আবার দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলো?

সর্বশেষ লড়াইয়ের জন্য দুই দেশ পরস্পরকে দোষারোপ করছে। আর্মেনিয়া দাবি করছে, সীমান্ত এলাকায় তাদের কয়েকটি শহরে আজারবাইজান গোলা বর্ষণ করেছে এবং তারা এই উস্কানির পাল্টা জবাব দিয়েছে।

অন্যদিকে আজারবাইজান বলেছে, তাদের অবকাঠামো প্রথমে হামলার শিকার হয়। তাদের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, গত মাস ধরে আর্মেনিয়ার সামরিক বাহিনীর তৎপরতা দেখে বোঝা যাচ্ছিল তারা একটি বড় আকারের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

সোমবার রাতে লড়াই অব্যাহত থাকার পর মস্কো দুই দেশের মধ্যে একটি দ্রুত যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে, যা মঙ্গলবার সকাল থেকে কার্যকর হয়।

আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধের কেন্দ্রে আছে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী এটি আজারবাইজানের অংশ, তবে সেখানে থাকে মূলত জাতিগত আর্মেনিয়ানরা।

তবে এই সাংস্কৃতিক বিভেদ কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এর পাশাপাশি ধর্মীয় বিভেদও দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে। আর্মেনিয়া মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, অন্যদিকে আজারবাইজান মূলত মুসলিম।

দুটি দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। নাগোর্নো-কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বড় আকারে যুদ্ধ হয়েছে। সর্বশেষ ২০২০ সালেও দুই দেশ ছয় সপ্তাহ ধরে এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে নতুন করে শুরু হওয়া লড়াইতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ফরাসী প্রেসিডেন্ট বলেছেন তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদে তুলবেন।

সূত্র: রয়টার্স ও বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *