প্রিয়াঙ্গন জুয়েলার্সের চুরি হওয়া ১০ ভরি স্বর্ণসহ ২জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের কোতয়ালী থানার সামনে প্রিয়াঙ্গন জুয়েলার্সের দোকানের চুরি হওয়া ১০ ভরি স্বর্ণসহ চোর চক্রের মূল হোতাসহ দু’জনকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকার গাজীপুর, কিশোরঞ্জ ও কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে এসব স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ১। মোঃ রুবেল মিয়া (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, মাতা-রিনা বেগম, স্থায়ী ঠিকানাঃ বুইগর বাঙ্গরা এলাকা, থানা-বাঙ্গরা, থানা-কুমিল্লা, বর্তমান ঠিকানাঃ মুসলীমের মোড় (কমলপুর পূবালী ব্যাংক সংলগ্ন) হাজী আতাউর মিয়ার ৭ম তলা বিল্ডিং বাড়ীর ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ (ভাসমান), ২। নেপাল বিশ^াস(২৮), পিতা-মৃত. নবদ্বীপ বিশ^াস, মাতা-কুঞ্জবালা বিশ^াস, স্থায়ী ঠিকানাঃ মজুবন দৌলতকান্দী রেলষ্টেশনের পাশে, পোষ্টঃ সাতমারা, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমান ঠিকানাঃ জনৈক গরীবুল্লার বাড়ী (ছাবেরী বেকারী) হাসপাতাল রোড পৌরসভা সংলগ্ন ভৈরব বাজার, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয় । আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত ঘটনার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেছে বলে জানানো হয়েছে যশোর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। এক পর্যায়ে স্বীকারোক্তি মোতাবেক শ্রী লক্ষী শিল্পালয়ের মালিক নেপাল বিশ^াসের তথ্য অনুযায়ী ১০ ভরি ২৪ পয়েন্ট স্বর্ণ ও উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত ২৭ই জুন ২০১৯ তারিখ বিকাল ৪টার দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন কাপুড়িয়া পট্টি রোডের মতিয়ার সুপার মার্কেটের প্রিয়াঙ্গন জুয়েলার্সে অজ্ঞাতনামা চোরেরা সু-কৌশলে কলাবসিবল গেট ও সাটারের তালা কাটিয়া ভিতরে প্রবেশ করে ১টি বিদেশী ডিজাইনের চিকহার, ৪টি দেশী তৈরি চিকহার, চৌক চেইন ৭টি, কমল চেইন ১৩টি, পাটি চেইন ৬টি, বেনি চেইন ১টি, বল চেইন ১টি, পেচ চেইন ৬টি, দড়ি চেইন ১টি, প্লেন চেইন ৪টি, ১টি বিদেশী ডিজাইন চেইন, কানের দুল ১১ জোড়া, কানের ছোট ঝুলপাশা ২০ জোড়া, মানতাসা আংটি ১৮টি, বেবি আংটি ১৩টি, আংটি ৩টি, চেইন ৩টি, কানের পাশা ৪ জোড়া, গলারহার ১টি, বালা ১ জোড়া, আয়েস্তা ১টি, মোট স্বর্ণের ওজন ৩৭ ভরি ১২ আনা, আনুমানিকমুল্য ১৮,১৮,২২৫ টাকা এবং নগদ ২,৫০,০০০ টাকা। স্বর্ণের আনুমানিক মুল্য ও নগদ টাকা সহ মোট=২০,৬৮,৬২৫ টাকা”চুরি করিয়া নিয়া যায়

এ চাঞ্চল্যকর চুরির ঘটনার পরপরই যশোর পুলিশ সুপার যশোর মহোদয় মামলাটি তদন্তভার জেলা গোয়েন্দা শাখার উপর অর্পন করেন। এক পর্যায়ে যশোর গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ মারুফ আহম্মেদের নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই মোঃ শামীম হোসেন, এসআই অরুন কুমার, এএসআই হোসেন আলী, কং রোকনুজ্জামান, কং,আবু হাসান, কং, আব্দুল বাতেনসহ গোয়েন্দা টিম ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গত ১৩ই জুলাই ২০১৯ তারিখে চার আসামীকে আটক করে এবং তাদের কাছে থেকে চুরি হওয়া স্বর্ণের কিছু অংশ জব্দ করেন। বাকি আসামীদের ধরতে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের দল বেশ কিছু দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছিল। এক পর্যায়ে গত তিন দিন ধরে ঢাকার গাজীপুর, কিশোরঞ্জ ও কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে প্রিয়াঙ্গন জুয়েলার্সের দোকানের চুরি হওয়া ১০ ভরি স্বর্ণসহ এ চোর চক্রের সদস্যদের আটক করে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *