দূষণ মুক্ত পৃথিবী গড়তে ভারত থেকে বাংলাদেশে সাইকেল র‌্যালী

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেন, বেনাপোলঃ “পরিবেশ দূষণ মুক্ত’’ পৃথিবী গড়তে ভারত থেকে বাংলাদেশে সাইকেল র‌্যালী নিয়ে পৌচ্ছেন ভারতের ৮ তরুন-তরুনী। এদের মধ্যে দুই জন পরুষ ও ছয় জন নারী রয়েছে। তারা ৭ দিন বাংলাদেশে অবস্থান করে পরিবেশ দূষন প্রতিরোধও বৃ রোপনের মাধ্যমে ‘সবুজ বনায়ন’ গড়তে প্রচারও প্রচারণা চালাবে। মহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতা ও টিটাগড় ফেরেনডস এসোসিয়েশনের পৃষ্টপোশকতায়ও ব্যারাকপুর সুবিম্মলদেব এর পরিচালনায় এ র‌্যালী প্রচালিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকাল ১২টার দিকে ভারতের ইমিগ্রেশনের আনুষ্টিকতা শেষ করে বাংলাদেশ ইমিগ্রেশনে প্রবেশ করে। বেনাপোল বন্দরে পৌছালে দলটিকে বন্দর প্রেস কাবের প থেকে তাদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
র‌্যালীটি আজ যশোর হয়ে মাগুরায় অবস্থান করে বৃ রোপন কর্মসূচি পালন করবে। এরপর রাজবাড়ী হয়ে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা উপল্েয সেখানে যোগদেবেন। ১৭ ডিসেম্বর র‌্যালিটি ভারতের উদ্দেশ্য দেশ ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *