ঢাকায় কর্মকর্তা লাঞ্ছিত: বেনাপোলে ৫ ঘন্টা কলম বিরতি

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিতের প্রতিবাদে বেনাপোল কাস্টমস হাউসে তৃতীয় দিনের মতো আজও ৫ ঘন্টা কলম বিরতি অব্যাহত রয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাস্টমস রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা এ কলম বিরতি কর্মসূচি অব্যাহত রেখেছেন।

এর ফলে বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকে। বন্দরের ভিতর সব ধরনের লোড-আনলোড বন্ধ রয়েছে।

কর্মকর্তা লাঞ্ছিত ঘটনায় গত সোমবার থেকে বেনাপোল কাস্টমস হাউসের খুকাএভের কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

খুলনা কাস্টমস এক্সাইস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (খুকাএভ) সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত রোববার পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবির কতৃক রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্রকে লাঞ্ছিত করার প্রতিবাদে সারা দেশের কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসেও কলম বিরতি পালন করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত যুগ্মম কমিশনার লুৎফুল কবির ভুল স্বীকার না করবেন, ততোদিন আমাদের প্রতিবাদ চলবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *