জন্ম বঙ্গোপসাগরে, মৃত্যু ওড়িশাতেই

নিউজটি শেয়ার লাইক দিন

আবহাওয়া ডেস্ক:জন্ম বঙ্গোপসাগরে, ‘ভূমিষ্ঠ’ ওড়িশায়, ভূমিষ্ঠ হওয়ার ৬৩ পর ঘন্টা পর বুধবার রাতে ওড়িশাতেই ইয়াস-এর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছিল যে ঘূর্ণিঝড় ইয়াস, ৬৩ ঘণ্টার জীবনচক্র পেরিয়ে বুধবার (২৬ মে) রাত সাড়ে ১১টায় তা শেষ হয়ে যাচ্ছে। বুধবার সকালে স্থলভাগে আছড়ে পড়ার পর থেকে ক্রমশ শক্তি হারাচ্ছে ইয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, শক্তি ক্ষয় করতে করতে বুধবার রাতেই ঘূর্ণিঝড় ইয়াস ফের অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। অর্থাৎ মৃত্যু হবে ইয়াস-এর।

বঙ্গোপসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে শুরু হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সোমবার সকালে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস-এ। তার পর থেকে ক্রমশ শক্তি বাড়িয়ে প্রথমে শক্তিশালী ঘূর্ণিঝড় ও তার পর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘ইয়াস’। বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ ওড়িশার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। এর প্রভাবে কয়েকঘণ্ট বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগের সম্ভাবনা একেবারেই কম। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *