করোনাভাইরাস সতর্ককারী চিকিৎসককে হত্যা করলো চীনা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস সম্পর্কে সতর্ককারী প্রথম সেই চীনা চিকিৎসক বিষ প্রযোগ করে হত্যা করেছে চীন। চীনে করোনো ভাইরাস মহামারী রুপ ধারন করার পূর্বে এ চিকিৎসক আগে থেকে সতর্ক করেছিল। কিন্তু সরকার বিষয়টি আমলে না নেওয়ায় ভাইরাসটি চীনসহ সারা বিশ্বে মহামারী আকারে ধারণ করে। এ বিষয়টি পরে বিশ্ব সংবাদ মাধ্যমে প্রচার হওয়া চীন সরকার এ মহান চিকিৎসককে বিষ ক্রিয়ায় হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে চীনের একাধিক পক্ষ থেকে। বিষয়টি নিয়ে বর্তমানের সব থেকে বহুল প্রচারিত স্যোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। তবে চীনের রাস্ট্রীয় পক্ষ থেকে ওই চিকিৎসক ডাঃ লি ওয়েনল্যাং করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের কেন্দ্রীয় হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন ৩৪ বয়সী এই চিকিৎসক। গত ৩০ ডিসেম্বর লি ওয়েনলিয়াং তার সহকর্মীদের ও উদ্বোর্তন কর্তৃপক্ষকে ওই ভাইরাস নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *