সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ যুবরা

নিউজটি শেয়ার লাইক দিন

খেলার ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশের যুবরা।সাকিব আল হাসান, মুশফিকুর রহীমরা যা পারেননি, তা-ই করে দেখালেন আকবর আলী, মাহমুদুল হাসানরা। প্রথমবারের মতো বাংলাদেশকে তারা তুললেন বিশ্বকাপের ফাইনালে। আজ (বৃহস্পতিবার) শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে জুনিয়র টাইগাররা।

এটিই যুব ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। এর আগে মাত্র একবারই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। এবার সেমিফাইনাল বাধা পেরিয়ে চলে গেল স্বপ্নের ফাইনালে। রোববার বাংলাদেশের যুবারা শিরোপা লড়াইয়ে নামবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

স্বপ্নটা প্রথম উঁকি দিয়েছিল ২০১৬ সালে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে সেবার হট ফেবারিট ছিল বাংলাদেশই। কিন্তু সেমিতেই আটকে গিয়েছিল যুবাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

চার বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও উঁকি দিচ্ছে সেই স্বপ্ন। এবার আকবর আলির নেতৃত্বে বিশ্বকাপের সেমির বাধা টপকে বাংলাদেশ ওঠে গেল ফাইনালের মঞ্চেও।

১৯৯৮ সালে প্রথমবার যুব বিশ্বকাপে খেলে বাংলাদেশ। সেবারও টুর্নামেন্টের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে নবম হয়েছিল জুনিয়র টাইগাররা। ২২ বছর পর সেই প্রোটিয়াদের মাটিতেই ঈর্ষণীয় সাফল্য ধরা দিল। এই আকবর আলীরা এবার আরাধ্য শিরোপাও হাতে তুলবেন কি? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ
১৯৯৮ : নবম (আয়োজক : দক্ষিণ আফ্রিকা)
২০০০ : দশম (আয়োজক : শ্রীলঙ্কা)
২০০২ : এগারতম (আয়োজক : নিউজিল্যান্ড)
২০০৪ : নবম (আয়োজক : বাংলাদেশ)
২০০৬ : পঞ্চম (আয়োজক : শ্রীলঙ্কা)
২০০৮ : অষ্টম (আয়োজক : মালয়েশিয়া)
২০১০ : নবম (আয়োজক : নিউজিল্যান্ড)
২০১২ : সপ্তম (আয়োজক : অস্ট্রেলিয়া)
২০১৪ : নবম (আয়োজক : সংযুক্ত আরব আমিরাত)
২০১৬ : তৃতীয় (আয়োজক : বাংলাদেশ)
২০১৮ : ষষ্ঠ (আয়োজক : নিউজিল্যান্ড)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *