ইউরোর মৃত্যুকূপে পর্তুগাল-ফ্রান্স-জার্মানি

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: ইউরোপ সেরার মুকুট ধরে রাখার মিশনে শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে পর্তুগাল। ইউরো ২০২০ আসরের ‘গ্রুপ অব ডেথ’-এ পড়েছে তারা। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গী গতবারের রানার্সআপ ফ্রান্স, তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।

রোমানিয়ার বুখারেস্টে শনিবার স্থানীয় সময় বিকালে প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়। ‘এফ’ গ্রুপের আরেক দল হল প্লে-অফ ‘এ’ জয়ী।

ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হতে যাওয়া প্রতিযোগিতাটির ১৬তম আসর শুরু হবে আগামী বছরের ১২ জুন। ২৪ দলের অংশগ্রহণে মাসব্যাপী এই ফুটবল-যজ্ঞের পর্দা নামবে ১২ জুলাই, ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনাল দিয়ে।এ মাসে শেষ হওয়া বাছাইপর্বে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টের ২০ দল। আগামী বছরের মার্চে হতে যাওয়া প্লে-অফ থেকে নিশ্চিত হবে বাকি চার দল।

কে কোন গ্রুপে

গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড

গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া

গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ডি জয়ী

গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, প্লে-অফ সি জয়ী, চেক রিপাবলিক

গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, প্লে-অফ বি জয়ী

গ্রুপ এফ: প্লে-অফ এ জয়ী, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *