আজ যশোরে ১০২ টি নমুনা পরীক্ষায় ১৭টিতে পজেটিভ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষা করে আরও ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোরে ১০২ টি নমুনা পরীক্ষায় ১৭টিতে পজেটিভ। এছাড়া  নড়াইলের ১৪ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, মাগুরার ৩৬ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের, সাতক্ষীরার ২৪ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের ও বাগেরহাটের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে  থেকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ (এনএফটি) বিভাগের চেয়ারম্যান ও করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান,যবিপ্রবির ল্যাবে মোট ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ এবং ১৮৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।  এরমধ্যে যশোরেই ১০২ টি নমুনা পরীক্ষায় ১৭টিতে পজেটিভ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *