আঙ্গুলের ছাপ না মেলায় কেশবপুরে ভোটদানে বিড়াম্বনা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরের কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ চলছে।
কয়েকজন বয়োজৈষ্ঠের আঙুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারেননি। অনেকে ভোটারের আঙ্গুলের ছাপ না   উঠাই বারবার আঙ্গুলের ছাপ দিতে গিয়ে পড়তে হচ্ছে অনেক বিড়াম্বনায়।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে।
সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাবাসপোল মডেল মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব বেশি ছিল না। সকাল সোয়া ৯টা নাগাদ এই কেন্দ্রের পুরুষ ওয়ার্ডে ৪১৯ জন ভোটারের মধ্যে ভোট দিতে পেরেছেন মাত্র ২২জন। একই কেন্দ্রের মহিলা বুথে ৪৩৭ জনের মধ্যে ৪০ জন ভোট দেন।
মূলত ইভিএমের কারণে ভোটারদের ভোট প্রদানে জটিলতা হচ্ছে। ভোটার শনাক্তে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে।
হাবাসপোল কেন্দ্রে ভোট দিতে আসা অশীতিপর আলী একুব্বর মোড়ল জানান, তাকে দুই দফা বুথে যেতে হয়েছে। প্রথমদফা আঙুলের ছাপ মেলেনি। পরে সাবান দিয়ে হাত ধুয়ে আসলেও ছাপ মেলেনি। সেকারণে তিনি ভোট দিতে পারেননি। অনুরূপভাবে মহিলা বুথে নারগিস আক্তার নামে আরেক নারীও দু’দফা চেষ্টায় ব্যর্থ হন।
কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সুব্রত সিংহ জানান, ভোটাররা প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন। সেকারণে একটু সময় নিচ্ছেন। এছাড়া মুরব্বিদের কয়েকজনের আঙুলের ছাপ মেলেনি। সেকারণে তারা ভোট দিতে পারেননি। তবে, ফাঁকা হলে আরেকবার চেষ্টা করা যেতে পারে।
কেশবপুরে মোট ভোটার ২০ হাজার ৭৭৫ জন। নির্বাচনে নৌকা প্রতীকে বর্তমান মেয়র রফিকুল ইসলাম মোড়ল, ধানের শীষে আব্দুস সামাদ বিশ্বাস এবং হাতপাখা মার্কায় মুফতি আব্দুল কাদের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *