অস্ত্র ককটেল ইয়াবাসহ কিশোর অপরাধীর ৮ সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের খোরকি কলাবাগান এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ১০ ককটেল ও ইয়াবাসহ ৮ কিশোর অপরাধী কে আটক করেছে। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশ ককটেল মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও অস্ত্র উদ্ধারের বিষয়টি নাকচ করেছেন।আটককৃতরা হলো ওই এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী মুজিবরের ছেলে রাজা ওরেফে পিচ্চি রাজা( ২০), খুলনার তেরখাদা উপজেলার পাতলা গ্রামের রাজিব লস্কর (১৭), সাবির লস্কর (১৬), বিল্লাল মোল্লা (১৬) আকাশ ঘরামি (১৮), খুলনা রেলওয়ে হাসপাতাল রোড এলাকার মনির হোসেন (১৮), মাদারীপুর সদরের ঘটকচর গ্রামের মনির হোসেন (১৭) মাদারীপুর সদর উপজেলার আমতলী এলাকার স্বাধীন (১৮)।

বিশেষ একটি সূত্র জানায় ওই গ্যাং এর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তারা আগ্নেয়াস্ত্র ককটেল নিয়ে একটা অপারেশন যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাদেরকে আজ সকালে আটক করে।

কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার সুমন ভক্ত জানান, সন্ত্রাসী রাজা একটি কিশোর গ্যাংয়ের প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পিচ্চি রাজা ও তার গ্যাংয়ের সদস্যরা এলাকায় অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর জন্য নিজ বাড়ির পাশেই অবস্থান করছে। এরপর সকালে আমার নেতৃত্বে  থানার এস আই ইদ্রিসুর রহমান এস আই সুকুমার সরকার এ এস আই মোহাম্মদ আল মিরাজ খান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে পিচ্চি রাজা ও তার ৭ সহযোগীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০টি ককটেল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক পিচ্চি রাজার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদকসহ ৮টি মামলা রয়েছে। তবে এ সময় কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *