অভয়নগরে শ্বশুরবাড়িতে জামায়ের রহস্যজনক মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ১৩ বছর পর বিদেশ থেকে ফিরে এসে শ্বশুরবাড়িতে ঈদে বেড়াতে গিয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুর বাড়িতে জামায়ের মৃতদেহ পাওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকার অনেকের মধ্যে কানাঘুষো হচ্ছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা? মৃত শফিকুল ইসলাম নাভারনের জামতলা গ্রামের মো. হামিদ মোড়লের ছেলে।

 

সোমবার সকালে ভৈরব নদীর ওপারে শংকরপাশা গ্রামের শাহিনপাড়ায় শ্বশুর আবুল হোসেনের বাড়িতে এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

শফিকুলের স্ত্রী শিল্পী বেগম বলছেন, ‘আমার সাথে আট বছর আগে শফিকুলের বিয়ে হয়। বিয়ের পরে আমার স্বামী মালয়েশিয়া চলে যায়। তারপর মাঝে-মধ্যে দেশে আসে। আমাদের ছয় বছরের একটা ছেলে রয়েছে। আমার সন্তানকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে থাকি। পাঁচ মাস আগে আমার স্বামী দেশে ফিরে আসে। ঈদের পরের দিন আমাদের বাড়িতে এসেছিল। আমি তাকে এখানে ব্যবসা-বাণিজ্য করার কথা বলি। কিন্তু সে তার বাড়িতে চলে যেতে চায়। এনিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়। গতকাল রাতে আমরা যখন ঘুমিয়ে পড়েছি তখন আমার স্বামী ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সকালে টের পেয়ে আমি তাকে নামাই এবং দেখি সে মারা গেছে।’
তবে এলাকাবাসী ভিন্ন কথা বলছেন। তাদের ভাষ্য, স্বামী বিদেশে থাকায় শিল্পী বাবার বাড়িতে থাকেন। ১৩ বছরের প্রবাস জীবনে শরিফুল দশ ভরি সোনা পাঠান স্ত্রী শিল্পীর কাছে। অনেক টাকাপয়সাও পাঠান। দেশে আসার পর সোনা ও টাকার হিসাব চান শফিকুল। এখান থেকে শুরু হয় দুইজনের মধ্যে মনোমানিল্য।
একই গ্রামের বাসিন্দা রাসেল শেখ বলেন, ‘রাতে মারা গেল, অথচ সকাল আটটায় আশপাশের লোকজন জানতে পারে। বাড়িটিতে গিয়ে দেখা যায়, লাশ বিছানায় রয়েছে। কিন্তু মৃতের শ্বশুর, শ্যালক বাড়ি থেকে পালিয়ে গেছে। তাছাড়া এই পরিবারের নামে বিভিন্ন ধরনের অপবাদ ও অভিযোগ রয়েছে। আমাদের কাছে বিষয়টি আত্মহত্যা নয়, হত্যা বলে মনে হয়েছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘এই মৃত্যুর ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। আমি মনে করি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা শাস্তি পাক।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে লাশের সিনড্রোম দেখে মনে হয়েছ‘ সে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে স্থানের মাধ্যমে জেনেছি পারিবারিক কলহের জের ধরে ওই যুবক আত্মহত্যা করেছে। সে এক যুগেরও বেশি সময় ধরে প্রবাসী ছিলেন। স্বামী-স্ত্রীর মাঝে গোলযোগের কারণে সে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার পরেও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলেই বলা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *