৬৪টি টায়ারসহ তালা কাটা চোর চক্রের ৮ সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:,যশোর:৬৪টি চোরাই টায়ারসহ তালা কাটা চোর চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত খুলনা ফরিদপুর ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে এসব চোর চক্রের মূলহোতাসহ আটক করা হয়। আটককৃরা হলেন,(১) শাহাবুদ্দিন হাওলাদার@ সাব ু(৪২), পিতা-ইউনুছ হাওলাদার, সাং-মানিকজুড়ি, থানা-আমতলি, জেলা-বরগুনা, (২) মোঃ আফসার(৪০), পিতা-মৃত. মোকলেছ হাওলাদার, সাং-হরিগঞ্জ বাজার দক্ষিণপাড়া সাহাবুদ্দিন মেম্বারের বাড়ীর পার্শ্বে, থানা-লাল মোহন, জেলা-ভোলা, (৩) মোঃ মনির হোসেন (৪০), পিতা-মোঃ হাতেম গাজী, সাং-দক্ষিণ তক্তাবনিয়া, থানা-আমতলা, জেলা-বরগুনা, (৪) মোঃ আবুল কালাম (৪৫), পিতা-সোবাহান শিকদার, সাং-বহল গাছিয়া উত্তরপাড়া, থানা-সদর, জেলা-পটুয়াখালি(৫) মোঃ মনোয়ার হোসেন (২৫), পিতা-মান্নান সরদার, সাং-গিলাতোলা, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, ৬) মোঃ মফিজ হোসেন (৩৫), পিতা-মৃত. আঃ মোতালেব বেপারী, সাং-রানীনগর, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর, (৭) মোঃ বাবু মোল্লা (৩০), পিতা-মোতালেব মোল্লা, সাং-কালিপুর, থানা-আমতলি, জেলা-বরগুনাদ্বয়কে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত ঘটনা দুইটির বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। তাহাদের স্বীকারোক্তি মোতাবেক সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড়¯’ মেসার্স নাসিম অটোস এর সত্ত্বাধিকারী (৮) মোঃ আবুল কালাম আজাদ, পিতা-মৃত. ওসমান গনি, সাং-চড়িয়াশিকার, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক অভিযান পরিচালনা করিয়া তাদের বসতবাড়ীর গোডাউন ঘরসহ সিরাজগঞ্জ রোড (গোলচত্ত্বর মোড়) বাজারের ০৫টি গোডাউনঘর হইতে ০২টি মামলার (১২+৫২)=৬৪টি টায়ার উদ্ধার করা হয়। এসময়ে চুরির কাজে ব্যবহৃত ট্রাক, তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিস ইনচার্জ মারুফ আহম্মদ জানান, সম্প্রতি যশোর বকচর ইষ্টার্ন মোটরস্ লিঃ ও ঝিকরগাছা হাবিব টায়ার হাউজ নামীয় দোকানের শার্টার ও কলাপশেবল গেটের তালা ভেঙ্গে দোকানের মধ্যে থেকে ৫২টি টায়ার ও দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ চুরি হয়ে যায়। দু’টি চুরি একই রকম হওয়াতে যশোরের পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদান্তের ভার দেন যশোর গোয়েন্দা পুলিশের টিমের উপর। একপর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের মূলহোতা শাহাবুদ্দিন হাওলাদার@ সাবুসহ চুরি যাওয়া মালামালসহ ৮ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা চুরির কথা স্বীকার করে জানান পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ঘটনাস্থলের আশেপাশে অব¯’ান করে। যে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে তাহার সামনে ট্রাকগুলি রেখে উচ্চস্বরে ইঞ্জিনের শব্দ করতে থাকে। অথবা গাড়ী মেরামতের ভান করিয়া হাতুড়ি দ্বারা শব্দ করার আড়ালে দলের অন্য সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠানের গেট ও শাটারের তালা ভাঙ্গিয়া মূল্যবান মালামাল যেমন-টায়ার, ব্যাটারী, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন, চাল, সাবান, তৈল, সিগারেট, লোহা, পানির পাম্প, মাছের খাবার, মুরগির খাবার, সিমেন্ট, মুদির মালামালসহ যে কোন মূল্যবান দ্রব্যাদি চুরি করিয়া তাহাদের সহযোগী ঘটনা¯’লের দুরবর্তী জেলার বিভিন্ন দোকানদারের নিকট উপরোক্ত মালামাল সমূহ বিক্রয় করে এবং পরবর্তী যে ¯’ানে মালামাল বিক্রয় করে উক্ত ¯’ানে ২/৩দিন অব¯’ান করিয়া নতুন অন্য একটি চুরির ঘটনা ঘটাইয়া উক্ত ¯’ান ত্যাগ করে। ক্রমাগতভাবে তারা চলমান থেকে দেশের বিভিন্ন জায়গায় একটির পর একটি ঘটনা ঘটাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *