শার্শায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমপি আফিলউদ্দিন

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৯ সালে শার্শা উপজেলার বেসরকারি চারটি শিা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শার্শা ১ আসনের সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন। রবিবার (৩ নভেম্বর) সকালে শার্শা উপজেলা পরিষদ সভা কে এক অনুষ্ঠানে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শার্শা উপজেলার নির্বাহি অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এমপিওভুক্তকরণ শিা প্রতিষ্ঠান চারটি হলো, সেতাই এসিআই মাধ্যমিক বিদ্যালয়, কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়, শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় ও রহিমপুর আলিম মাদ্রাসা। এসময় প্রধান অতিথি বলেন, শিা মানুষের মৌলিক অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়নের চাবিকাঠি। উন্নয়নকে গতিশীল এবং টেকসই করতে শিার কোনো বিকল্প নেই। গত ১০ বছরে প্রাথমিক শিা, মাধ্যমিক শিা, কারিগরি শিা, মাদ্রাসা শিা এবং উচ্চশিার েেত্র সরকারের সাফল্য আজ আন্তর্জাতিক েেত্র ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। শিা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিার প্রসার, বাল্যবিবাহ রোধ, নারীর মতায়ন, আর্থ-সামাজিক উন্নয়নে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধিসহ সমতা বিধানের ল্েয সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় উপবৃত্তি সংশ্লিষ্ট প্রকল্পগুলো ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। অন্যদিকে ডিজিটাল পদ্ধতির আওতায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিা মন্ত্রণালয় উপবৃত্তির টাকা অনলাইনে প্রদান করেছে। মেধাবৃত্তির আওতায় প্রাথমিক থেকে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত মেধা ও সাধারণ বৃত্তি, সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতি উপবৃত্তি, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ছাড়া) ও অটিস্টিক উপবৃত্তি এবং পেশামূলক উপবৃত্তিবিষয়ক ৩টি ক্যাটাগরিতে বিভিন্ন মেয়াদে বৃত্তি প্রদান করা হচ্ছে।
বর্তমান সরকারের সাহসী ও সময়োপযোগী পদেেপর মধ্যে প্রাথমিক শিার প্রসঙ্গটি সবার আগে।
বর্তমান সরকারের সাহসী ও সময়োপযোগী পদেেপর মধ্যে প্রাথমিক শিার প্রসঙ্গটি সর্বাগ্রে। প্রাথমিক শিাকে পাশ কাটিয়ে কোনো শিার প্রসঙ্গ চিন্তা করা যায় না। এ সত্যকে ধারণ ও লালন করে স্বাধীনতার পর বঙ্গবন্ধু ৪৪ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। গত ১০ বছরে প্রাথমিক বিদ্যালয়ে নতুন শ্রেণীক নির্মাণ করা হয়েছে ৩৬ হাজার। শিশুদের মধ্যে ডিজিটাল পদ্ধতির শিা কার্যক্রম বিস্তার ঘটানোর ল্েয বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু শার্শা উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্য ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামীলীগের শিা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, সোয়ারাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ উক্ত এমপিওভুক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, প্রধান শিকগণ ও
শিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *