সীমান্তের নানা সমস্যা নিয়ে বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের যৌথ সম্মেলন চলছে

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের সীমান্তের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) সেক্টর কমান্ডার পর্যায়ের যৌথ সম্মেলন চলছে বেনাপোল বিওপি ক্যাম্পে।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/01/Bgb-bsf.jpg

বুধবার (১৮ই জানুয়ারি ২০২৩) সকাল সাড়ে ১০টার সময়ে সম্মেলন শুরু হয়েছে। চলবে বেলা একটা পর্যন্ত।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/01/0182023124021.jpg

এর আগে ভারতের ১১ সদস্যের বিএসএফের প্রতিনিধি দলটি বেনাপোল পেট্রাপোল এসে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পক্ষে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খুলনা বিজিবির ডেপুটি জেনারেল সেক্টর কমান্ডার মামুনুর রশিদ।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/01/0182023123848.jpg

অন্যদিকে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফের ১১ জন বিশিষ্ট এই প্রতিনিধি দলটিতে নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সেক্টর কমান্ডার রাজেশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *