সাতক্ষীরায় আড়াই কেজি সোনা জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর-সংলগ্ন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধার করা সোনার মধ্যে বার ও গয়না রয়েছে। শুক্রবার বিকেলে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধের ওপর থেকে এগুলো জব্দ করা হয়।  জব্দ করা সোনার বাজার মূল্য এক কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা। তবে, বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, ভোমরা স্থলবন্দর-সংলগ্ন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহলদল লক্ষ্মীদাঁড়ি পাকা রাস্তার ওপর অভিযান চালায়। ওই সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ওই প্যাকেট থেকে দুই কেজি ৩৫০ গ্রাম (২৭৪ ভরি) সোনা জব্দ করা হয়। জব্দ করা সোনার মধ্যে রয়েছে ১৪টি ছোট-বড় বার, চেইন ২২টি এবং ছয়টি চেইনের টুকরো। তিনি আরো জানান, জব্দ করা সোনার বাজার মূল্য এক কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *