সাগরে ট্রলার বিস্ফোরণে নিহত ৭

নিউজটি শেয়ার লাইক দিন

লক্ষ্মীপুর প্রতিনিধি:বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার  বিস্ফোরণে ৭ জন নিহতের  খবর পাওয়া গেছে। নিহতরা সবাই লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ও চররমিজ এলাকার মাছ ধরা জেলে।

শুক্রবার (১২ মার্চ) রাত ১১ টার দিকে ওই ঘটনায় অগ্নিদগ্ধ জেলে মো. মিরাজের মৃত্যু হয়েছে। নিহতরা দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

মৃত অন্যরা হলেন- লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের বেলাল হোসেন (২৮), মো. মেহেরাজ হোসেন (২৬), চরলক্ষী গ্রামের মো. মিলন (৩০), চররমিজ ইউনিয়নের চর গোসাই গ্রামের আবুল কাশেম (৫৫), মো. রিপন মাঝি (৩৮) ও মিরাজ উদ্দিন মাঝি।

এদিকে জেলেদের মৃত্যুর সংবাদে স্বজনদের বাড়িতে বাড়িতে শোক নেমে এসেছে।

গত ২৭ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকায় মাছ ধরার ট্রলারে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় ২১ জন আহত হন। এরমধ্যে ১২ জন অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর ১১ জনকে ২ মার্চ ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরে অবস্থার উন্নতি হওয়ায় মো. মেহরাজ নামে একজনকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়। বাকি ১০ জনের মধ্যে ৭ জেলের মৃত্যু হয়। চিকিৎসাধীন আরও ৩ জেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিতসক।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন জানান, বিস্ফোরণের ঘটনায় কক্সবাজার সংশ্লিষ্ট থানায় অভিযোগ পেলে এর কারণ তদন্ত করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *