শিয়ালের কামড়ে আহত ১১

নিউজটি শেয়ার লাইক দিন

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুরে এক শিশুকে শিয়ালের হাত থেকে বাঁচাতে গিয়ে মাসহ ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বাগবাড়ি গ্রামে এ  ঘটনা ঘটে। এছাড়া, একই উপজেলায় কুকুর ও বিড়ালের কামড়ে আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শিয়ালের কামড়ে আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- উপজেলার বাগবাড়ি গ্রামের গীতা রানী ও তার মেয়ে বৃষ্টি (২), রমা রানী, জয়নব বেগম, লাকি আক্তার, রোজিনা বেগস, কুলসুম, হাবিবুর রহমান, নুরজাহান, মুন্নাফ ও দেলোয়ার হোসেন।

 এদিকে, একই উপজেলার ঘাটান্দি ও জোতআতাউল্ল্যা গ্রামে কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক এলাহি বলেন, উপজেলার বাগবাড়ি এলাকায় গীতা রানীর শিশু সন্তান বৃষ্টি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় একটি শিয়াল শিশুটিকে খেয়ে ফেলার উদ্দেশে এগিয়ে আসে। পরে শিশুটির মা গীতা শিয়াল দেখে এগিয়ে আসলে তার উপর শিয়াল ঝাপিয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় শিয়ালটি পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। এতে ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিয়াল কামড়ের ইনজেকশন হাসপাতালে সরবরাহ নেই। অনেকে বাইরে থেকে তা এনে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *