যুক্তরাষ্ট্রে আরও ৩৭০ মৃত্যুু, আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে।

এদিকে, প্রতিদিন যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত একদিনে নতুন করে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ১৭৫ জনের।
করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৪৩৫ জন রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। এছাড়াও ৫ হাজার ৫০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *