যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের পুলেরহাট (বালক) শিশু উন্নয়ন কেন্দ্রে রকি (১৭) নামে এক কিশোর বন্দির মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে রাজশাহী জেলার তানোর উপজেলার সুলতানের  ছেলে

২০১৭ সালে রাজশাহীর আদালতে একটি খুনের মামলার দায় তাকে যশোর পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান।

করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শিশু উন্নয়ন কেন্দ্রে কর্মকর্তারা জানান। যে কারণে
ময়নাতদন্ত ছাড়াই পরিবারের স্বজনদের কাছে রোববার সন্ধ্যায় তার লাশ হস্তান্তর করা হয়।

 

কিশোর উন্নয়ন কেন্দ্রের একাধিক সূত্র জানিয়েছে, গত শনিবারে রকি বেশি অসুস্থ হয়ে পড়লে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করেন। কিন্তু চিকিৎসকেরা তার উপসর্গ দেখে কোভিড-১৯ আক্রান্ত বলে সন্দেহ করে। এরপর শনিবার মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্যে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানো হয়।’রোববার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারি পরিচালক জাকির হোসেন সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে রকি দেহের জ্বর অনুভব করে।এক পর্যায়ে আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা লাশের ময়নাতদন্ত করাতে চেয়েছিলাম। কিন্তু তার স্বজনেরা রাজি হয়নি। যে কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *