যবিপ্রবি জেনোম সেন্টারে ২০৫টি নমুনার মধ্যে ১৩১টিতে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষা করে ১৩১টিতে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেলার ১৪৩টি নমুনা পরীক্ষা করে  ৪৮টিতে করোনা শনাক্ত হয়। গত রাতে খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে যশোর জেলার ১৪৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। এতে দেখা যায়, ৩৭টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।
ফলে যশোর ও খুলনা ল্যাব মিলে এক দিনে যশোরে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৪। এই ৮৪ জনের মধ্যে যশোর শহরসহ সদরে ৫৫ জন, কেশবপুরে দশ, ঝিকরগাছায় তিন এবং অভয়নগর, মণিরামপুর ও শার্শায় একজন করে রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।
যবিপ্রবির পরীক্ষায় মাগুরার ১৯টি নমুনার মধ্যে ছয়টি ও নড়াইলের ৪৩টি নমুনা পরীক্ষা করে ২০টিকে পজেটিভ শনাক্ত করা হয়।

যবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম , বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *