বেনাপোলে পাওনা টাকা দিতে না পারায় নারীকে নির্যাতন

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোলে দেনা পাওনা নিয়ে বাক বিতন্ডার পর দুস্কৃতিরা রিপা (৩০) নামে এক নারীর গায়ে হাত এবং ঘরে আগুন দিয়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ওই নারী। মঙ্গবার (১৮আগস্ট) রাত ৯টার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভুগি বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আবুল কালাম এর স্ত্রী। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী রিপা বলেন, আমার নিকট সোহেল ৪ শত টাকা পেত। সে টাকা দিতে দেরী হওয়ায় আমার কাছে তিন হাজার টাকা দাবি করে তার বন্ধু জাহিদকে দিয়ে। এরপর আমি তার দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে জাহিদ আমাকে দায়ের পিছন দিক দিয়ে আঘাত করে। এবং গায়ের জামা কাপড় ছিড়ে ফেলে। এরপর আমি বেনাপোল পোর্ট থানায় যেয়ে অভিযোগ করি। অভিযোগ লেখার সময় আমার মেয়ে ফোন করে বলে রুবেল এবং কয়েকজন অপরিচিত লোক আমাদের ঘরে আগুন দিয়েছে। আগুন এর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায়। আমার অভিযোগ গত ৩ দিন অতিবাহিত হলে ও বেনাপোল পোর্ট থানার তদন্তকারী অফিসার জাকির হোসেন আসামিদের ধরার ব্যাপারে কোন পদক্ষেপ নাই। আমি পুলিশকে আসামিদের ধরার ব্যাপারে বললে এসআই জাকির হোসেন বলেন, ফায়ার সার্ভিস এর লোকজন বলেছে ঘর বিদ্যুৎ এর শর্ক সার্কিট থেকে ধরেছে। ঘর যদি শর্কসার্কিট থেকে ধরে তাহলে আমাকে মারার অভিযোগে ও আসামিদের ধরার ব্যপারে কোন তৎপরতা নেই পুলিশের। তারপর ও পুলিশ নিশ্চুপ কেন? জাহিদের কাকা খলিল মিয়া তার ভাইপোকে নিয়ে আমার কাছে মাপ চাইতে গিয়েছিল। কিন্তু কোন ক্ষতিপুরুন এর কথা বলেন নাই। এছাড়া খলিল মিয়ার সাথে পুলিশের ভালো সম্পর্ক থাকায় আমার গায়ে হাত দেওয়া ও ঘর আগুন লাগানো আসামিদের পুলিশ আটক করছে না। আমার ঘরের একটি পালংগো একটি শোকেস, ড্রেসিং টেবিল, আলনা ওয়ার্ডড্রপ সহ অন্যান্য পন্য পুড়ে গেছে। তাতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলেন নীরিহ ওই মহিলার স্বামী প্রায় ৬বছর যাবৎ ভারতের জেল খানায় রয়েছে। সে তার ছেলে মেয়ে নিয়ে অভাব অনটনের মধ্যে দিন কাটায়। তারপর তার বাড়ি পুড়ে যাওয়ায় সে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সে একটি দোকান চালিয়ে সংসার চালায়। এ ব্যাপারে ফায়ার সার্ভিস এর কর্মকর্তা তৌহিদুর রহমান সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের যারা আগুন নিভিয়েছে তার বলেছে বিদ্যুতের শর্ক সার্কিট থেকে আগুন লেগেছে। বেনাপোল পোর্ট থানার তদন্তকারী অফিসার এসআই জাকির হোসেন বলেন, বিষয়টি আমি পরে জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *