বিড়ি খাওয়ায় আনসারা পেটালো শ্রমিকদের,৪ শ্রমিক হাসপাতালে

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:যশোর: বাংলাদেশের প্রধান স্থল বন্দর যশোরের বেনাপোল বন্দরে শ্রমিকরা বিড়ি খাওয়া বন্দরের ভিতরে কর্তব্যরত ১১ জন আনসার সদস্য ৪ শ্রমিককে বেধড়ক পিটিয়ে গুরুত্বর জখম করেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে বেনাপোল বন্দরের আমদানী টার্মিনালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। আহত চার জনের মধ্যে একজনের অবস্থা আংশষ্কাজনক। এ ঘটনায় শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে বন্দরের আনসার ব্যারাক ঘেরাও করেছে। ঘটনার পর পরই বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে বলে একাধিক ব্যবসায়ী জানিয়েছে।

বন্দরের একাধিক সূত্র জানায়, বেনাপোলের আমদানী টার্মিনালে দুপুরে খাওয়ার পরে বাদল নামে একজন শ্রমিক বিড়ি টানছিল। এসময়ে আনসার সদস্যরা তাদের ওপরে চড়াও হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আনসার সদস্যরা শ্রমিকদের উপর আক্রমন করে। এসময়ে আনসারদের আক্রমনে বাদলসহ চার শ্রমিক গুরুত্বর জখম হয়।
বেনাপোল বন্দরের আনসার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার শাকিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, পোর্টের ভিতরে বিড়ি টানা নির্ষেধ। তাদের নির্ষেধ করার পরেও তারা শোনেনি। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে কথকাটা কাটির মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিষ্পতির জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *