পাঁচ শতাধিক শিক্ষার্থীর`শপথ’বাল্য বিবাহ করবো না,দেব না

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে পাঁচ শতাধিক শিার্থী বাল্য বিয়ে না করা ও বাল্য বিয়ে বন্ধে শপথ নিয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাজীপুর মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ শপথ নেয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইনের অংশ হিসেবে তারা এ শপথ নেয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার গাইন শপথ বাক্য পাঠ করান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আ লিক ব্যব¯’াপক প্রশান্ত কুমার দে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুর রহমান, মিনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, চিন্ময় বিশ্বাস, মনোয়ার হোসেন, মমতাজ পারভীন, রোজিনা খাতুন ও আসমা পারভীন, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার কাকলি আক্তার ও ফিল্ড অর্গানাইজার শিরিনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের সিনিয়র ডিএম আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাল্য বিয়ে না করা ও হতে না দেয়া, যৌন হয়রানিসহ সব ধরনের নির্যাতন করা থেকে দূরে থাকা ও নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে শপথ নেয়। সবশেষে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *