পেঁয়াজের আড়তে হানা দিয়ে ২২ হাজার টাকা জরিমান

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারন ও বেনাপোল বাজারে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরি হানা দিয়ে ২২ হাজার টাকা জরিমান করেছে। ১৫ নভেম্বর শুক্রবার দুপুরে নাভারণ ও বেনাপোলে অভিযান চালিয়ে তিনি এ জরিমানার টাকা আদায় করেন।

বিক্রেতারা প্রতি কেজি পেয়াজ ১২০/১৩০ টাকা দরে ক্রয় করে প্রতি কেজি ২২০ টাকা বেশী দামে পেয়াজ বিক্রয়ের অভিযোগে তাদেরকে এ অর্থদন্ড দন্ডিত করা হয়। বেনাপোলও নাভারণ বাজারের চার অসাধু পাইকারি পেয়াজ ব্যাবসায়ী কে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করে করে হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরি বলেন, গোপনে জানতে পারি নাভারণও বেনাপোল বাজারে কয়েকজন আড়তদার উচ্চমূল্যে পিঁয়াজ বিক্রি করছে। এসময়ে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পাওয়ায় চার ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এর পরেও ব্যবসায়ীরা সচেতন না হলে আবারো জরিমানা করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *