পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮

নিউজটি শেয়ার লাইক দিন

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। দুর্ঘটনা কবলিত নৌকা ও স্থানীয় ডলার দিয়ে চলছে এখনো উদ্ধার কাজ। তবে উদ্ধার কারীদের আশঙ্কা মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। একই ঘটনায় আরও অন্তত ৫ জনের মত নিখোঁজ রয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জেলার বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠান শেষে নৌকায় করে মাড়েয়া আউলিয়া ঘাট এলাকায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ইতোমধ্যেই স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *