জাল-সনদ-তৈরির সরঞ্জামসহ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ আব্দুলাহ আল মামুন (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, গোপন তথ্যের ভিক্তিতে শনিবার (৫ নভেম্বর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। অভিযানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদসহ আব্দুলাহ আল মামুন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫টি ভুয়া সার্টিফিকেট, একটি মনিটর, সিপিইউ, কালারপ্রিন্টার, কী-বোর্ড, মাউসসহ তিনটি পাওয়ার ক্যাবল ও দুটি ডাটা ক্যাবল জব্দ করা হয়েছে।

আটক মামুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *