চিত্রনায়ক ফারুকের মৃতদেহ মঙ্গলবার সকালে শহীদ মিনারে নেওয়া হবে

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ মঙ্গলবার (১৬ মে) সিঙ্গাপুর থেকে দেশে আসবে। পরে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেয়া হবে মরদেহ।

সোমবার (১৫ মে) ফারুকের খালাতো ভাই আগা খান মিন্টু এসব তথ্য জানান।

ফারুকের ভাতিজির স্বামী (আগা খান মিন্টু মেয়ের স্বামী) মাজাহারুল কবির বলেন, ফারুক আঙ্কেলের বাসায় আছি। আমার শশুর কথা বলছেন সকলের সাথে। ইতোমধ্যেই সিদ্ধান্ত নেয়া হয়েছে মরদেহ দেশে পৌঁছাবার পর বেলা ১১টায় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে জানান মাজাহারুল কবির।

এর আগে, বাংলাদেশ সময় সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

জানা যায়, দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন ফারুক। বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় এ চিত্রনায়ক প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *