করোনায় মারা গেলেন বিশিষ্ট ব্যবসায়ী পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:করোনাভাইরাসে আক্রান্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ হাসেম মারা গেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার (পূর্বের এপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে দেশের কয়েকটি গণমাধ্যমে এম এ হাসেম মারা গিয়েছেন বলে খবর প্রকাশিত হয়।

তখন এভার কেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ বলেন, তিনি মারা যাননি, ভেন্টিলেটরে আছেন। তার অবস্থা ক্রিটিকাল।’

অবশেষে সকল স্বজন ও অসংখ্য গুণগ্রাহীকে কাঁদিয়ে তিনি পরপারে পাড়ি জমালেন।

শওকত আজিজ রাসেল বলেন, বাবা আর নেই, রাত ১টা ২০ মিনিটে তিনি মারা গেছেন।

তিনি তার বাবার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এম এ হাসেম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এম এ হাসেম হাসপাতালে ভর্তির সময় তার ছেলে শওকত আজিজ রাসেল নিউজবাংলাদেশকে জানিয়েছিলেন, করোনা পজিটিভ হওয়ার পর তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *