এবার বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ব্রিটেনের রাজপ্রাসাদের পর এবার ১০ ডাউনিং স্ট্রিটেও করোনা-হানা। করোনা-আক্রান্ত হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার টুইটারে এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নিজেই।

তিনি লিখেছেন, গত ২৪ ঘণ্টা ধরে কাশি ও অন্যান্য উপসর্গ দেখা দিয়েছিল। এখন টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে তিনি জানিয়েছেন বাড়ি থেকেই সরকারের কাজকর্ম পরিচালনা করবেন। একই সঙ্গে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তাও দিয়েছন বরিস জনসন।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রিন্স চার্লস। ৭১ বছরের প্রিন্স অবশ্য এখন স্থিতিশীল আছেন। প্রিন্স চার্লসের স্ত্রী তথা কর্নওয়ালের ডাচেসের শরীরে অবশ্য এই করোনা ভাইরাসের চিহ্ন মেলেনি। ব্রিটিশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে তারা দুই জনেই স্কটল্যান্ডে আইসোলেশনে রয়েছেন।

জানা গিয়েছে, বাকিংহ্যাম রাজপ্রাসাদে কর্মরত রানির এক সহকারীর রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। আর এই ঘটনার পরই নাকি বাকিংহ্যাম রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হন রাজা ও রানি। ইংল্যান্ডে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়তে থাকায় লকডাউনে চলে গিয়েছে দেশটি। সেদেশে এখনও পর্যন্ত ১১ হাজার ৬৮৫ জন করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৭৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *