ঈদের পরেই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজটি শেয়ার লাইক দিন

শিক্ষা ডেস্ক:আগামী ৩০ মার্চ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান। করোনাভাইরাস সংক্রমণ উর্দ্বোগতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ঈদের পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তারিখ পরে জানানো হবে।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, “করোনা সংক্রমণ বাড়ায় স্কুল-কলেজ ঈদের পর খোলার চিন্তা। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত।”

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও শবে বরাতের সরকারি ছুটি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান এই দিন খুলছে না।

গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জানান, আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং হল খুলবে ১৭ মে।

চলমান মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *