আজ যবিপ্রবি এর ল্যাবে ২৫৫টি নমুনায় ৮৬টিতে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের ল্যাবে ২৫৫টি নমুনায় ৮৬টিতে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোরের ২১৬টি নমুনা পরীক্ষা করে ৬৫টির ফল পজেটিভ আসে। নড়াইলের ৩৯টি নমুনা পরীক্ষা করে ২১টিতে করোনাভাইরাাস শনাক্ত হয়।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী আগের দিন শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগী হয়েছিলেন দুই হাজার ৭৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৩৬ জন।

যশোর বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *