অভয়নগরে দু’টি পিস্তল গুলিসহ দু’সন্ত্রাসী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর:যশোরের অভয়নগরে ১টি ওয়ান শুটারগান ১টি রিভলবার ও ২ রাউন্ড কার্তুজসহ হিরামনী শিকদার (৩৬) ও কুমারেশ (২৮) নামে দু’সন্ত্রাসীকে আটক হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ডিবি পুলিশ ও অভয়নগর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে হিরামনী সিদকারের বাড়ি থেকে এসব অস্ত্রগুলি উদ্ধার করে। রোববার দুপুরে যশোর পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমেক এ তথ্য নিশ্চিত করেছে।

যশোরের পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুর রহমান আসামীদের বরাত দিয়ে জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় তদন্তে জানা যায়, অভয়নগর থানাধীণ আন্দা গ্রামের আদিত্য ও দিপংকর প্রতিপক্ষ সন্ত্রাসী চক্র। চরমপন্থি সংগঠনের নেতা প্রশান্ত @ প্রো মারা যাওয়ার পর অভয়নগর থানাধীন আন্দা গ্রামের গনেশ মল্লিক এর ছেলে দিপংকর বাংলাদেশ ও ভারত সীমান্তে অবস্থান করে দক্ষিন-পশ্চিমাঞ্চলের “নিউ বিল্পবী কমিউনিষ্ট” চরমপন্থি সংগঠনের পরিচয় প্রদান করে এলাকায় চাঁদাবাজি,মাছের ঘের দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তার ধারাবাহিকতায় গত পহেলা ফ্রেবুয়ারী সমলডাঙ্গা বিলের পানি সেচের ইজারাদার মনিরুজ্জামান গংদের উপর সশস্ত্র হামলা চালায় দিপংকর বাহিনী। ঐ ঘটনায় সন্ত্রাসী গ্রুপের দেবু সরকার @ দেবু মেম্বারসহ ৬ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং তাদের হেফাজত হইতে ৩টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তারই সূত্র ধরে দিপংকরের প্রতিপক্ষ আন্দা গ্রামের আরেক চরমপন্থি সদস্য আদিত্য (৪৬), পিতা-মৃত দেবদাস রায়কে ফাঁসিয়ে এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য দিপংকর তার সহযোগী কুমারেশের মাধ্যমে আদিত্যের বাসায় অস্ত্রগুলি রাখে। সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং আরো ২টি অস্ত্র ও গুলি উদ্ধার করে। তাদের দেওয়া তথ্য মতে পলাতক সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *