প্রেমিকার সাথে সিনেমা দেখতে এসে সর্বস্ব হারালো তরুণী
বিশেষ প্রতিনিধি: যশোরের মনিহার সিনেমা হলে প্রেমিকের সঙ্গে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২৪) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছেন। তিনি নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।
প্রতারক কথিত প্রেমিক কৌশলে অজ্ঞান করে তার কাছ থেকে সোনার গহনা ও নগদ অর্থ লুট করে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১৭ই জুলাই) দুপুর দেড়টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পরে হলের কর্মীরা তরুণীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার দিন লতা শিকদার তার প্রেমিকের সঙ্গে মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে যান। সিনেমা দেখার সময়ে প্রেমিক তাকে চেতনানাশক জাতীয় দ্রব্য ব্যবহার করে অচেতন করে দেয় এবং তার গলায় থাকা সোনার চেইন, কানের দুল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে সিনেমা হলের কর্মীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার জানান, দুপুরে সিনেমা হলের কয়েকজনের স্টাফ অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরের দিনে কিছুটা সুস্থ হয়েছেন। খুব তাড়াতাড়ি তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে তিনি জানান।