৭০ বোতল ফেনসিডিলে ১০ বছরের কারাদণ্ড

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ৭০ বোতল ফেনসিডিল রাখার দায়ে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন পলাতক রয়েছে।

সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর ঝিকরগাছা কাশিপুর এলাকার একরাম হোসেনের ছেলে।

তবে এ মামলায় জাহাঙ্গীরের পিতা একরাম হোসেন নির্দোষ প্রমাণিত হয় তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মঙ্গলবার স্পেশাল জেলা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এ রায়ের এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মুস্তাফা রাজা।

স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মুস্তাফা রাজা জানান, ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেল ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের মসজিদের সামনে থেকে আলমসাধুসহ চালক জাহাঙ্গীরকে আটক করে। এ সময় আলম সাধুর টুলবক্সের ভেতর থেকে ৪০ বোতল ও অতিরিক্ত টায়ারের ভেতর থেকে আরও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে জাহাঙ্গীর ও তার পিতাকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ১০ ডিসেম্বর চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আলী শেখ। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদ-, ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *