সাংবাদিককে হুমকি দেয়া কেশবপুরের সেই আ’লীগ নেতা টিটো ক্ষমা চাইলেন

নিউজটি শেয়ার লাইক দিন

কেশবপুর প্রতিনিধি ॥ যশোরের কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা ও দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদকে হুমকি দেয়া পৌর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন।

বুধবার বেলা (২৮শে ডিসেম্বর) ১১টায় তিনি নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সহকারী জজ সুজাতা আমিনের আদালতে স্বশরীরে হাজির হয়ে এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন। আদালত তার ব্যাখা গ্রহণ করেন। কিন্তু এদিন কোনো আদেশ দেয়া হয়নি। বিষয়টি আদালতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। আদালত ও আলমগীরের ঘনিষ্ট সূত্র জানায়,গত ২৫ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সহকারী জজ সুজাতা আমিন ওই আওয়ামী লীগ নেতাকে শোকজ করেন। একইসাথে ২৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়। এই আদেশের প্রেক্ষিতে যথাসময়ে আদালতে হাজির হন আলমগীর। তিনি ফুয়াদকে হুমকি দেননি বলে আদালতকে জানান। এছাড়া তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধ করেননি বলেও জানান। তারপরেও যেহেতু তাকে অভিযুক্ত করা হয়েছে। ফলে তিনি ক্ষমা প্রার্থণা করেন। একইসাথে এ ধরণের কর্মকান্ড থেকে নিজেকে বিরত থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *