শাহ আমানতে ২০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেকদ, চট্টগ্রাম:চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ অহিদুল আলম। রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এ চালান আটক করে। অহিদুলের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়। দুবাই প্রবাসী অহিদুল আলমের দীর্ঘদিন ধরে দুবাই যাওয়া-আসা রয়েছে। তার অনেক নিকটাত্মীয়-স্বজনও সেখানে রয়েছে বলে জানা গেছে।শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে অহিদুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। এটি ছিল কানেকটিং ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে আটক যাত্রী ও স্বর্ণের বারগুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

প্রায় ১৮০ ভরি ওজনের এসব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৭৫ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *