শার্শায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫০ গৃহহীন পরিবার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ৫০ গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসাব  ৫০ টি পাকা ঘর পেয়েছেন। সারা দেশে ৭০ হাজার গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে ৭০ হাজার পাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তালিকায় যশোর জেলার শার্শা উপজেলার ৫০ টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেলেন। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রশাসন ভূমিহীন পরিবারের মাঝে পাকা ঘরের চাবি তুলে দেন।

শনিবার(২৩শে জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ্ আহমেদ মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা আইটি কর্মকর্তা আহসান হাবীব, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *