লালমনিরহাটে বিএসএফের গুলিতে আবারো গরুর রাখাল নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

লালমনিরহাট প্রতিনিধি: দেশের উত্তরের জেলা লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুবল বর্মন (৩৫) নামে এক গরু রাখাল নিহত হয়েছে।

 

বুধবার ভোর চারটার দিকে জেলার আদিতমারী উপজেলা ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী সীমান্তের মেইন পিলার ৯২০-সাব পিলার ৮ এর নিকট দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গরুর রাখাল দলটিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সুবল বর্মন বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহত যুবক আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকা বর্মনের ছেলে। এর 2 দিন আগে কালিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আরো এক গরুর রাখাল নিহত হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে একদল যুবক ভারতে গরু নিয়ে আসতে যায়। বুধবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী সীমান্ত দিয়ে ১০/১২ পিলারের নিকটে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৫ বিএসএফ ব্যাটালিয়নের রানী নগর ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। বাকিরা নিরাপদে দেশে ফেরত আসতে পারলেও সুবল বর্মন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা যায়। এ নিয়ে গত চারদিনে ২ গরুর রাখাল নিহত হল।

ভেলাবাড়ী ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য রজব আলী বলেন, এক সপ্তাহ পরে কুরবানীর ঈদ। দেশের লকডাউন এর কারণে সীমান্তের হাজার হাজার লোক বেকার রয়েছে।ঈদে দেশে গরুর চাহিদা থাকার কারণে তারা সীমান্ত পার হয়ে মঙ্গলবার বিকালে ভারতে গরু নিয়ে আসতে চাই। গরু নিয়ে দেশে ফেরার পথে ভারতীয় রানীনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অন্যরা নিরাপদে ফিরতে পারলেও সুবল বর্মন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতীয় সীমান্তে তার লাশটি ঘিরে রেখেছে।বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কে জানালে বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানিয়েছে বলে জানান।

আদিতমারি বিজিবি বিওপি ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে সকালে জেনেছি কয়েকজন যুবক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গরু নিয়ে আসতে যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডারের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি বিজিবি ব্যাটেলিয়ান প্রধান কে জানানো হয়েছে।

 

স্থানীয়দের বরাত দিয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, নিহত যুবক একজন গরুর রাখাল। তিনি ভারতে গরু নিয়ে আসতে গিয়েছিলো। ফেরার পথেই গুলিতে নিহত হয়। তবে জানা গেছে আরো দুইজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে গোপন স্থানে রেখে চিকিৎসা দিচ্ছে। তবে এলাকা শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *