রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের রিজার্ভ ফোর্সের সাথে একযোগে যুদ্ধ করছে ইসরাইলের সেনারা

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধের চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

এদিকে, ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনীয় রিজার্ভ ফোর্সের সৈন্যদের সাথে একযোগে যুদ্ধ করছেন বলে অভিযোগ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের উগ্র-ডানপন্থি ‘আজোভ’ রেজিমেন্টের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি মিলিশিয়ারা অংশগ্রহণ করছেন।

২০১৪ সালে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী ও রুশ-বিরোধী তরুণদের নিয়ে আজোভ রেজিমেন্ট গঠন করা হয়, যা ইউক্রেনের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কাজ করে। পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে রুশ-পন্থি অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই রেজিমেন্ট গঠন করে কিয়েভ।

আজভ রেজিমেন্টের সদস্যদের রাশিয়া ‘ফ্যাসিবাদী’ ও ‘নাৎসি’ বলে মনে করে এবং ইউক্রেনকে এই নাৎসিদের হাত থেকে মুক্ত করা রাশিয়ার চলমান ইউক্রেন অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য।

জাখারোভা বলেন, “ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনে আজোভ মিলিশিয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। ”

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ‘হিটলার উপমা’কে কেন্দ্র করে যখন তেল আবিব-মস্কো সম্পর্কে তীব্র টানাপড়েন চলছে তখন রাশিয়া নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ তুলল।

ল্যাভরভ সম্প্রতি ইতালির একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনকে নব্য নাৎসিমুক্ত করার রুশ অভিপ্রায় সম্পর্কে কথা বলেন। তাকে প্রশ্ন করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে যখন একজন ইহুদি তখন রাশিয়া কেন দেশটিকে নব্য নাৎসিমুক্ত করার কথা বলছে?

এর উত্তরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদি হলেই যেকোনও ব্যক্তি নাৎসি হতে পারবে না তা নয়।

আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব নাৎসিই অ-ইহুদি ছিলেন না। এমনকি এডলফ হিটলারের শরীরেও ইহুদির রক্ত ছিল।
ইহুদিবাদী ইসরায়েল ল্যাভরভের এ বক্তব্যের বিরুদ্ধে গত সোমবার কঠোর প্রতিক্রিয়া জানায়। তেল আবিব দাবি করে, ল্যাভরভ তার বক্তব্যের মাধ্যমে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।

তবে ইউক্রেনে ইসরায়েলি সেনারা যুদ্ধ করছেন, রাশিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ করা হলেও এর স্বপক্ষে কোনও তথ্যপ্রমাণ তারা উপস্থাপন করেনি।

এমনকি আন্তর্জাতিক কোনও গণমাধ্যমেও নিরপেক্ষভাবে এ ধরনের খবরের সত্যতা নিয়ে নির্ভরযোগ্য কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সূত্র: জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল, আল-আরাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *