যশোরে ৪৯৫ কেজি অবৈধ পলিথিনসহ ২ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  যশোরে ৪৯৫ কেজি অবৈধ পলিথিন ও ১টি মিনি ট্রাকসহ দুইজন আটক হয়েছে।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর রাজারহাট মনিরামপুর সড়কে বাইপাস সড়কের মোলাম মিয়ার বটতলায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে অবৈধ পলিথিন জব্দ করে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটককৃতরা হলেন, ১। মনিরামপুর উপজেলার পাড়দিয়া দফাদার পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৩) ও ২। জেলার মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২০)।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, শনিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অবৈধ পলিথিন কারবারি দুইজন বিপুল পরিমাণে পলিথিন নিয়ে একটি মিনি ট্রাকে করে যশোর থেকে মনিরামপুরের দিকে যাচ্ছে। এসময়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ সামনুর মোল্লা সোহান একদল চৌকস সংগীয় ফোর্স নিয়ে রাজারহাট মনিরামপুর সড়কের মোলাম মিয়ার বটতলায় হাশেম আলী গাজী নির্মানাধীন দ্বিতীয় তলা বাড়ীর সামনে অভিযান চালিয়ে ৪৯৫ কেজি অবৈধ পলিথিন এবং ১ টি মিনি ট্রাকসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পলিথিন ব্যবসার মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *