যশোরে স্বস্তির বৃষ্টিতে কৃষকের চরম ভোগান্তি

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: গত কয়েক মাস ধরে দেশের অভ্যন্তরে চলতে থাকা প্রচন্ড তাপদাহ ওষ্ঠাগত জনজীবন।

বিশেষ করে দেশের  উত্তর-পশ্চিম অঞ্চলে অর্ধশতাব্দীর মধ্যে এ বছরই সর্বোচ্চ তাপদহ দেখেছে দেশের মানুষ। এই প্রচন্ড তাপের পর সোমবার বিকেল থেকে যশোর অঞ্চলে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। তবে গত দুদিনে প্রবাল বৃষ্টিপাতের ফলে যশোর অঞ্চলের পাকা ধানের ক্ষেতে হাঁটু পানি জমে গেছে। এই বৃষ্টিতে একদিকে শহর ও গ্রামীণ জনজীবনে যেমন স্বস্তি ফিরে এসেছে। অন্যদিকে বোরো ধান ঘরে উঠানের তোড়জোড় শুরুর ভিতরে বৃষ্টি হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছে কৃষক।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/05/44202319348.jpg

বৃহস্পতিবার দুপুরে যশোর ঝিকরগাছা ও শার্শা উপজেলার মাঠগুলোতে ঘুরে দেখা যায়, প্রচন্ড গরমের পর গত তিন দিনের বৃষ্টি পানি পাকা ধানের খেতে হাঁটু পানি জমে গেছে। কোথাও কোথাও কাটা ধান পানির তলায় নিমজ্জিত হয়েছে। হাটে কিংবা বাজারে খেটে খাওয়া মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। তবে কৃষকের মাঠে দৃশ্যটা ভিন্ন। মাঠের সোনালী ফসল ঘরে ওঠাতে মহাব্যস্তের মাঝে প্রবল বৃষ্টিপাতের কারণে  চরম ভোগান্তিতে পড়েছে কৃষক। বৃষ্টি থেকে ফসল বাঁচাতে কোথাও কোথাও কাটা ধান মাঠের মধ্যেই খামাল বা পালা দিয়ে রাখা হয়েছে। আবার কোথাও কোথাও কাটা ধান পানির তলায় নিমজ্জিত হয়েছে। আবার কোথাও কোথাও পাকা ধানের গলায় গলায় পানি জমা হয়েছে। কোন কোন কৃষককে পানির তলায় নিমজ্জিত কাটা ধান উদ্ধারে তৎপর হতে দেখা গেছে।

ঝিকরগাছার কৃষক নজরুল, রহমান, মালেক সহ একাধিক কৃষক বলেন, গত দেড় থেকে দুই মাস ধরে প্রচন্ড গরমে বাইরে বের হওয়া যাচ্ছিলো না। বৃষ্টির কারণে কিছু মানুষের স্বস্তি অনুভব করলেও যেসব কৃষকের মাঠে ধান রয়েছে, তারা চরম ভোগান্তিতে পড়েছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির ফলে পাকা ধানের গলায় গলায় পানি উঠে গেছে। কোথাও কোথাও কাটা পাকা ধান পানির তলায় নিমজ্জিত হয়েছে। দ্রুত খেতে জমা পানি সরাতে না পারলে এবার মাঠের অর্ধেক ধান ঘরে আসবে না বলে জানান এসব কৃষক।

জানতে চাইলে যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বৃষ্টিতে যশোরের ফসলের ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। বিষয়টি নিয়ে কৃষি অফিসাররা কাজ চালাচ্ছে। এর পরেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানানো যাবে। তিনি আরো জানান এ বছরে যশোরে ১ লাখ ৬১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *