যশোরে শানু হত্যা মামলার আসামি মুরগী সোহেল আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে রেলগেট কয়লা পুঁটি এলাকার চাঞ্চল্যকর আলী আনসার হোসেন @ শানু হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামী মুরগি সোহেল আটক হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা যশোর র‍্যাব -৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক মুরগি সোহেল যশোর শঙ্করপুর মুরগির ফার্ম গেট এলাকার রজব আলীর ছেলে।

উল্লেখ্য গত ৩০শে আগস্ট ২০২২ তারিখে বিকেল সাড়ে চারটার দিকে মামলার ভিকটিম আলী হোসেন ওরফে শানু তার চাঁচড়া কয়লাপটি পেপসি কোম্পানির অফিসে বসে ছিলেন তখন অত্র মামলার আসামী ১। রকি (২২), ২। সেহেল@ মুরগী সোহেল (২৫), ৩। সজল (২৮), ৪। প্রিন্স (২৭), ৫।সজীব (২৩), ৬। কাদের (৩২), ৭। সবুজ (২৯) গন ভিকটিমকে তার পেপসির অফিস থেকে ডেকে নিয়ে কয়লাপট্টি রায়পাড়া মোড়ে নিয়ে যায়। এসময়ে আসামীগন ভিকটিমকে হাত পা চেপে ধরে এবং ভিকটিমের পেটে ধারালো চাকু দিয়ে পেটের ডান পার্শ্বে স্বজোরে আঘাত করিলে ভিকটিম মারাত্নক রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেলে রেফার্ড করে। খুলনা মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসারত অবস্থায় গত ২ই সেপ্টেম্বর ২০২২ তারিখে ভিকটিম মৃত্যু হয়। ঘটনার পরের দিন ভিকটিমের মা চায়না আক্তার মিতা (৪০), যশোর কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা সুত্র ধরে এর আগেই মামলার প্রধান আসামি রকিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করতে সক্ষম হয়। ঘটনার পরপরই মামলার দ্বিতীয় স্বামী সোহেল ওরফে মুরগি সোহেল আত্মগোপনে চলে যান।

যশোর র‍্যাব -৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর হোসেন বলেন, ঘটনার পরপরই যশোর র‍্যাব -৬ এর পক্ষ থেকে ছায়া তদন্ত শুরু হয়। মামলার দু’দিনের মধ্যে অন্যতম আসামী রকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। তবে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় সোহেল ওরফে মুরগী সোহেল। একপর্যায়ে গতকাল সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুই নম্বর আসামি মুরগি সহেল শেরপুর জেলার শ্রীবরদী এলাকায় আত্মগোপনে রয়েছে। একপর্যায়ে সেখানে র‍্যাবের একটি চৌকস দল পাঠিয়ে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তাকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *