যশোরে প্রতারণার দায়ে তিন ইরানী নাগরিকসহ পাঁচজন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর : যশোরে প্রতারণার অভিযোগে তিন ইরানি নাগরিক সহ ৫ জন আটক হয়েছে।

রোববার (৭ই মে ২০২৩) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ঢাকার ভাটারা থানা এলাকায় ও যশোর সিটি প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

এ সময়ে তাদের কাছ থেকে,একটি প্রাইভেটকার, ৪,৩৫৯ মার্কিন ডলার,৩২৫ ইন্ডিয়ান রুপি, ১৮,৮০,০০০ ইরানি কারেন্সি, ১০০০ ইরাকের কারেন্সি, ১৮৫ নেপালী কারেন্সি ১০০০ ভিয়েতনামের কারেন্সি, নগদ ৫৪,৭০০ টাকা, পাসপোর্ট- ৩ টা, মোবাইল সেট ৭টা,আইডিকার্ড ২টা,অজ্ঞান করার পারফিউম-২ টাও সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত শার্ট- ১ টা উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

আটকৃতরা হলেন, মধ্যপ্রাচ্যের দেশ ইরানের খরাজ গহরদস্ত বল ইন গাব ইন ইনফানেয়ারী, ব্লক-০৬ এলাকার নাদের মাহবুবীর ছেলে খালেদ মাহবুবী (৫৪), একই এলাকার খালেদ মাহাবুবীর ছেলে সালার মাহবুবী (১৬), ইরানের তেহরান বলভার আজাদী ৬ নম্বর রোড, হাউস নম্বর ৩৫ এর লতিফ মাসুফীর ছেলে ফারিবোরয্ মাসুফি (৫৭), বাংলাদেশী নাগরিক গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ঘ্যানাসুর এলাকার মৃত সরোয়ার শেখের ছেলে খোরশেদ আলম (৫৩)ও বরিশাল জেলার গৌর নদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে  সাইদুল ইসলাম বাবু (৩৫)। সোমবার বিকাল যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/05/482023174716.jpg

প্রেস ব্রিফিং এ জানানো হয়, গত ৮ই এপ্রিল ২০২৩ ইংরেজি তারিখে জেলার অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারে জালাল মোল্লার মার্কেটে শরিফুল ইসলামের “মরিয়ম স্টোর” নামক মুদিখানা দোকানে মোবাইল ব্যাংকিং (বিকাশ,নগদ,রকেট,সিউরক্যাশ,উপায়) সহ মোবাইল রিচার্জের দোকানের সামনে একটা প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক নামে। তাদের মধ্যে ২জন লোক দোকানে প্রবেশ করেন। তাদের একজনের মাথায় টুপি, মুখে মাক্স, প্যান্ট, শার্ট পরিহিত ছিল। টুপি পরিহিত ৫০ উর্ধ্ব বয়সী একজন দোকানে গিয়ে আরবী ভাষায় কথা বলেন। নারিকেল তেল কেনার কথা বলে দোকানে প্রবেশ করেন। এরপর শরিফুল ইসলামের বাবার সাথে হ্যান্ড-শেক করেন। পরে মানিব্যাগ থেকে টাকা বের করে তার মুখের কাছে নিলে জ্ঞানশূন্য হয়ে পড়েন। পরে লোকগুলোর কথা মত দোকানে থাকা নগদ প্রায় ৬ লাখ টাকা বের করে দেয়। এ ঘটনার পর অভয়নগর থানায় একটি প্রতারণা মামলা দয়া করেন ভুক্তভোগীর পরিবার। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর পুলিশ সুপার মামলাটির তদন্তভার দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপর। একপর্যায়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এলাকার সিসি ফুটেজও প্রাইভেটকারের রেজিস্ট্রেশনের সূত্র ধরে গতকাল রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম (৫৩)ও সাইদুল ইসলাম বাবু (৩৫) নামে দুই বাংলাদেশি নাগরিককে প্রথমে কে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্য মতে যশোর সিটি প্লাজায় অভিযান চালিয়ে ওই ইরানি তিন নাগরিককে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *