যশোরে পাঁচটি আগ্নেয়াস্ত্র ৭২ রাউন্ড গুলিসহ পিতা-পুত্র আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি যশোরে কবরস্থান খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অভিযোগে আটক করা হয়েছে আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজী (৪৫) নামে দুই ব্যক্তিকে।
শুক্রবার ভোরে যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র-গুলি উদ্ধার করা করা হয়।
যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানি জানিয়েছেন, প্রায় তিন মাস আগে সোর্স মারফত পুলিশ জানতে পারে, সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী ও তার ছেলে হালিম গাজী অস্ত্র মজুদ করে রেখেছে। ওই অস্ত্র তারা ভাড়াও খাটায়। সন্ত্রাসীরা এই অস্ত্র ব্যবহার করে অপরাধমূলক কাজ করে।
তিনি জানান, দীর্ঘদিন লেগে থেকে এরপর আজ ভোর চারটার দিকে তিনি কোতয়ালী থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে যান এবং নিজ বাড়ি থেকে বাবা ও ছেলেকে আটক করেন। এরপর তাদের দেওয়া তথ্য মতে, বাড়ির পাশের একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে একটি নাইনএমএম পিস্তল, একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, দুটি পাইপগান, ৩৭ রাউন্ড শটগানের সীসা বুলেট, পাঁচ রাউন্ড এসএমজির বুলেট, ৩০ রাউন্ড নাইনএমএমের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক বাবা-ছেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *