চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় নবনির্মিত আড়াইশ বেড হাসপাতাল চালুসহ মেডিক্যাল কলেজ স্থাপনের  দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার  বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার ইবু, ডা. মুস্তাকুর রহমান, বিএমএর সভাপতি ডা. মাটিন হীরক চৌধুরী,  সাংবাদিক বিপুল আশরাফ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক দোলায়ার উদ্দিন জোয়ার্দার দুলু।
বক্তারা বলেন, চুয়াডাঙ্গার স্বাস্থ্য সেবার বেহাল দশা। ১৩ লাখ মানুষের বসবাস জেলার একমাত্র সরকারী হসাপাতালে নেই প্রয়োজনীয় জনবল। নামে ১০০ শয্যার হলেও সেই ৫০ শয্যার জনবল দিয়েই চালানো হচ্ছে হাসপাতালটি।
কয়েক বছর আগে ১০০ শয্যার নতুন হাসপাতালের ভবন নির্মিত হলেও জনবল সংকটের কারণে তারও উদ্বোধন করা হয়নি।
বক্তারা অবিলম্বে নতুন ১০০ শয্যার হাসপাতালটি চালু ও চুয়াডাঙ্গাতে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি জানান। তা না হলে জেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রাজপথে নামারও হুমকি দেওয়া হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *