দর্শনায় অনির্বাণ থিয়েটারের একুশে মেলা ও নাট্য উৎসব

নিউজটি শেয়ার লাইক দিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চূয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা অনির্বাণ থিয়েটারের ৩ যুগ পূর্তি, একুশে মেলা ও নাট্য উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা অডিটোরিয়াম চত্বরে অনির্বাণ থিয়েটারের নিজস্ব গৌরবের ঐতিহ্য পরিবেশনা, ৮ দিন ব্যাপী একুশে মেলা, নাট্য উৎসব অনুষ্ঠান ও গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিনে যশোরের বিবর্তনে নাটক পাঁইছো চোরের কেচ্ছা অনুষ্ঠিত হয়। উদ্বেধেনী অনুষ্ঠানে অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ আলী আনছারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, দর্শনা পৌর মেয়র মো: মতিয়ার রহমান। এসময় দর্শনাকে নতুন থানায় রুপান্তরিত করায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরকে গণ সংবর্ধনা দেওয়া হয়। এসময় মাটির পাতিলে করে মিষ্টি রসোগোল্লা উপহারও দেওয়া হয়। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *