যশোরে দু’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নিশান গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নিশান গ্রেফতার হয়েছে।

রবিবার (০১ এপ্রিল) সকালে শহরের ষষ্ঠীতলা থেকে তাকে এসব ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক নিশান হোসেন (২৪) ওই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে। নওরোজ বাবলুর বাড়ির ভাড়াটিয়া। সে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমনের এক একান্ত সহযোগী।

নিশানকে আটকের তথ্য নিশ্চিত করেছেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।

অধিদফতর সূত্রে জানা যায়,নিশান একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।  এই নিশানই ষষ্ঠীতলা এলাকার ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে। এছাড়া অন্যান্য এলাকায় মাদক কারবারের দেখাশুনার দায়িত্ব পালন করে নিশান। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রোববার সকালে মাদক নিয়ন্ত্রণের উপপরিদর্শক (এসআই) এসএম শাহীন পারভেজের নেতৃত্বে একটি দল শহরের ষষ্ঠীতলা বসন্তকুমার রোড এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিশানের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *