যশোরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ,২৪ ঘন্টায় আক্রান্ত ১৭, মৃত্যু ১

নিউজটি শেয়ার লাইক দিন

 

নিজস্ব প্রতিবেদক: যতদিন যাচ্ছে ততই যশোরে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস।

নিহত নারী জেলার অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায়, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ জন, আক্রান্ত ১৭ জন। আক্রান্তদের অধিকাংশই যশোরের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ১২ জন যশোর ২৫০ বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া অভয়নগরে একজন, শার্শায় দু’জন ও কেশবপুর দুই জন।

 

গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে ২৬১ জন। এরমধ্যে স্থানীয় ২২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা থেকে আগত ৩৩ জন ডেঙ্গু তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এসব ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন। মৃত্যু হয়েছে ৩জন। এছাড়া এখনো হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *