যশোরে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ আটক ১

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে জাল স্টাম্পও রেভিনিউসহ আব্দুল আলীম (৪২) এক ব্যক্তি আটক হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে যশোর মনিরামপুর উপজেলার আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালিয়ে এ সব জাল স্টাম্প, রেভিনিউসহ তাকে আটক করে। আব্দুল আলিম মনিরামপুর মনোহরপুর এলাকার আব্দুল আজিজের ছেলে। আটককৃত এসব মালামালের মধ্যে রয়েছে (ক) ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প ৫২৮৬ টি যার গায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে, ৫২৮৬ী১০=৫২৮৬০ টাকা, (খ) ৫ টাকার রেভিনিউ স্ট্যাম্প ৩৭ টি যার গায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে, ৩৭ী৫=১৮৫ টাকা, মোট ৫২৮৬০+১৮৫= ৫৩০৪৫ টাকা, (গ) ১০ টাকার কোর্ট ফি ৪৯০ টি যার গায়ে বাংলাদেশ কোর্ট ফি লেখা আছে, ৪৯০*১০=৪৯০০টাকা, (ঘ) ৫ টাকার কোর্ট ফি ১০৮০ টি যার গায়ে বাংলাদেশ কোর্ট ফি লেখা আছে, ১০৮০ী৫=৫৪০০ মোট (৪৯০০+৫৪০০)= ১০৩০০ টাকা। সর্ব মোট (৫৩০৪৫+১০৩০০)= ৬৩৩৪৫ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে জাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবসা করিতেছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে।যশোর জেলার মনিরামপুর থানায় আসামী ও জব্দকৃত মালামালসহ হস্তান্তর এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫অ (ই) ধারায় মামলা রুজু করা হয়েছে।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার বেলা ১১টার দিকে মনিরামপুরে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের জাল স্টাম্পও রেভিনিউ জব্দ করা হয়। পরে তার নামে মামলা দিয়ে মনিরামপুর থানায় হস্তন্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *